ঘরবন্দি’ সময়ের গল্পে ফারুকী-তিশার চলচ্চিত্র
Click to Watch…
https://www.facebook.com/watch/?v=530647367636740
‘ঘরবন্দি’ সময়ের গল্পে ফারুকী-তিশার চলচ্চিত্র
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020 11:35 PM BdST Updated: 12 Apr 2020 11:35 PM BdST
করোনাভাইরাসের প্রকোপে ‘ঘরবন্দি’ অবস্থায় তরুণদের জন্য একটি অনুপ্রেরণাদায়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা
ইউনিসেফের সহযোগিতায় এ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সিনেমাটোগ্রাফারের দায়িত্বেও ছিলেন ফারুকী; ঘরের মধ্যে দৃশ্যধারণ করা এ চলচ্চিত্রে তিশার সঙ্গে অভিনয়ও করেছেন তিনি।
প্রায় ১৫ দিনের ‘ঘরবন্দি’ অবস্থায় তাদের যাপিত জীবনই উঠে এসেছে এ চলচ্চিত্রে; এই সঙ্কটে ঘরবন্দি অবস্থায় অনেকেই হাঁপিয়ে উঠছেন। মূলত তাদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিকেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান ফারুকী।
তিশার সংলাপে উঠে আসে, “দিনের পর দিন আমাদের যখন বাড়িতে থাকতে হচ্ছে তখন বুঝতে পারছি-বাড়িতে থাকা আসলেই সহজ কাজ না। কিন্তু বাড়িতে থাকা মরে যাওয়ার চেয়ে তো সহজ।”

তিশা জানান, অন্যান্যদের মতো ঘরবন্দি সময়ে তারাও এক সময়ে হাঁপিয়ে উঠেন; পরে তারা সংসারের টুকিটাকি কাজগুলো দু’জন মিলে ভাগ করে নিতে থাকেন। অবসরে বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত হয়ে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করেন।সঙ্কটকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারা।
চলচ্চিত্রের সম্পাদনা করেছেন মোমিন বিশ্বাস, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন পলাশ নাজিম।
BDnews24