যুক্তরাষ্ট্রে শারিরীক দূরত্ব বজায় রাখার নির্দেশনা আজ শেষ হচ্ছে

শারিরীক দূরত্ব রাখার যে ফেডারেল নির্দেশ রয়েছে যুক্তরাষ্ট্রে তা শেষ হচ্ছে আজ, বৃহস্পতিবার। এই মেয়াদ বৃদ্ধির কথা ট্রাম্প প্রশাসন ভাবছে না, প্রশাসন এখন দেশের স্বাভাবিক কার্যক্রম চালু করার ব্যাপারে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। ট্রাম্প গতকাল বলেন যে, মধ্য মার্চে যে ফেডারেল নির্দেশিকা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে আসছে এবং সামনের পরিকল্পনা নিয়ে তাঁর প্রশাসন গভর্ণরদের সঙ্গে সলাপরামর্শ করছে।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, ট্রাম্পের দ্রুত স্বাভাবিকীকরণের ইচ্ছের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে গেলে নতুন করে সংক্রমণের ঝুঁকি রয়েছে।

অনেকগুলো রাজ্যই শারিরীক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নির্দেশ দিচ্ছে আবার অন্য অনেক রাজ্য এই লকডাউন সামনের সপ্তাহগুলোতে শিথিল করার কথা জানিয়েছে।

জন্স হপক্ন্সি ইউনিভার্সিটির সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজ বিশ্বব্যাপী করেনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে বত্রিশ লক্ষেরও বেশি এবং প্রাণহানির সংখ্যা প্রায় দু’লক্ষ আটাশ হাজার জন।