সকল মায়ের প্রতি মা দিবসের শুভেচ্ছা

১০ই মে বিশ্ব মা দিবস। দিনটির ইতিহাস নিয়ে নানা গল্প আছে। বলা হয় মা দিবসের সূত্রপাত প্রাচীন গ্রিসের মাতৃ আরাধনার প্রথা থেকে।
যুক্তরাষ্ট্রে, ইউরোপ এবং যুক্তরাজ্যে দীর্ঘকাল ধরে পালিত হচ্ছে মাদারিং সানডে। ক্যাথলিক পঞ্জিকা অনুযায়ী এটিকে বলা হয় ‘লেতার সানডে’, যা কিনা চতুর্থ রোববার পালন করা হয় ভার্জিন মেরি বা কুমারী মাতার সম্মানে। এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সর্বত্রই দিনটি মা দিবস হিসাবে পালিত হচ্ছে।
ইতিহাস যাই বলুক বর্তূমান বিশ্বে ১০ই মে মা দিবস পালিত হচ্ছে। বিভিন্ন দিশে বিভিন্ন আয়োজনে দিনটি পালিত হয়। মাকে উপহার সামগ্রী দেয়া, মায়ের সঙ্গে সময় কাটানো, সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে ছবি আপলোড করাসহ ভিন্ন ভিন্ন ভাবে সন্তানরা মা দিবস পালন করেন। অনেক নীরবে মায়ের জন্যে দোয়া করেন, মাকে ফুল দেন। মা এক একজনের কাছে এক এক রকমের অনুভূতি। তাই মা দিবস পালনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, নীতি নেই:
মা’কে আমি ডাকবো আমার যখন জাগে ইচ্ছা
কি আসে যায় এসব দিয়ে- মা দিবসের কিচ্ছা?
পৃথিবীর সকল মায়ের প্রতি Bangladeshee Newspaper-এর শুভেচ্ছা ও ভালবাসা।