শীঘ্রই নিউ ইয়র্কের ফার্মেসিতে COVID19 ‘র পরীক্ষা নেয়া যাবে

শনিবার নিউ ইয়র্কের গভর্নর কোমো জানান যে, নিউ ইয়র্কের জনগণ শীঘ্রই স্থানীয় ফার্মেসিতে সংক্রমণের পরীক্ষা নিতে পারবেনI তিনি জানান, দিনে ৪০,০০০ টেস্ট চালাতে পারবে এখানকার ৫০০০ ফার্মেসিI এছাড়াও ৪টি হাসপাতালে সম্মুখভাগের স্বাস্থ্যকর্মীরা এন্টিবডি টেস্টিংয়ের সুযোগ পাবেনI

নিউ ইয়র্ক সংক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু, যুক্তরাষ্ট্রের সর্বশেষ মৃতের সংখ্যা এখন প্রায় ৫৪০০০I

VOAbangla