বিএনপি নেতা হেলাল খানের বাবাসহ নিউ ইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খানের বাবাসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস: বিএনপি নেতা হেলাল খানের বাবাসহ নিউ ইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু
নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2020 07:41 PM BdST Updated: 26 Apr 2020 07:41 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খানের বাবাসহ আরও পাঁচজনের মৃত
মৃতরা হলেন- হেলাল খানের বাবা আবুদর নুর (১০০), ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত সিলেটের বিয়ানিবাজারের ফরিদ আহমেদ সাইফুল (২৭), জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬০), সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৭) এবং জ্যামাইকায় বসবাসরত ফাইজউদ্দিনের স্ত্রী (নাম জানা যায়নি)।
স্থানীয় সময় রোববার ভোররাতে নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ‘গুড সমরিতান’ হাসপাতালে হেলাল খানের বাবা মারা যান বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুন নুর ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। একই পরিবারের আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Ittefaq