জর্জ ফ্লয়েডকে হত্যায় জড়িত চারজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে হত্যার সাথে জড়িত চারজন সাবেক পুলিশ কর্মকর্তা এখন অভিযোগের মুখোমুখি।
যে পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে ছিলেন, তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেদিন ঘটনাস্থলে থাকা অপর তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের ঘোষণা দেন। VOAbangla