৭ই নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে সুবর্ণ জয়ন্তী কমিটি ও যুক্তরাষ্ট্র বিএনপির সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশী ডেস্ক : ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য রোববার নিউইয়র্কের কুইন্স পেলেসে যুক্তরাষ্ট্র বিএনপি অংগ সংগঠন সমুহ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারটি বিশাল কর্মীসভায় রূপ নেয়। দেশমাতা বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইট্স জামে মসজিদের ইমাম মাওলানা সাদেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। গেস্ট অফ অনার ছিলেন দলের স্থায়ী কমিটির জৈষ্ঠ নেতা ও সূবর্ণ জয়ন্তী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ড. খোন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের আহবায়ক এবং সুবর্ণ জয়ন্তি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের রেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান, দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, সহ আন্তর্জাতিক সম্পাদক ও প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন। এছাড়া অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাষ্ট্র সূবর্ণ জয়ন্তী কমিটির সিনিয়ার যুগ্ন আহবায়ক শরাফত হোসেন বাবু ও যুগ্ন আহবায়ক জসিম উদ্দীন ভ‚ইয়া, সেলিম রেজা প্রমুখ। আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচীব মিজানুর রহমান মিল্টনের পরিচালনায় উক্ত সভায় শত শত নেতা কর্মীদের মাঝে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার। সভায় ১০টি কমিটি এবং নিউজার্সি নর্থ ও কানেকটিকাট বিএনপির সুবর্ণ জয়ন্তীর কমিটি কেন্দ্রীয় অনুমোদনে ঘোষনা করা হয়। অতিসত্বর অন্যান্য স্টেটের কমিটিও ঘোষিত হবে। সভায় জুম লিং এর মাধ্যমে বিভিন্ন স্টেটের কেন্দ্র থেকে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, আরিফ আহমেদ আশরাফ, এমরানুল হক চাকলাদার, ইলিয়াস খান, ফারুক সরকার (ফ্লোরিডা), আলবাব হোসেন সোগাহ (ম্যারিল্যান্ড), সৌহরাব খান (বস্টন), রহমান আজাদ (জর্জিয়া), মো. সাঈদ (টেক্সাস), আবুল কালাম (নিউজার্সি)সহ আরো অনেক নেতৃবৃন্দ।