বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা
কারাবন্দি ও অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু সকাল থেকেই দলের প্রধান কার্যালয় ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফলে পুলিশের বাধার মুখে কর্মসূচি স্থগিত করে নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ সমাবেশ স্থগিত ও নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আজকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’
এছাড়া বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সোমবার (২ মার্চ) ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।