করনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসাবে দুটি ওষুধের নাম উল্লেখ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসাবে দুটি ওষুধের নাম উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন যে ক্লোরোকুইন – ম্যালেরিয়ার চিকিত্সার জন্য ব্যবহৃত একটি পুরানো ওষুধ – “ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে ভালো ফলাফল দিয়েছে। তিনি বলেন, আমরা প্রেসক্রিপশন দিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধটি সরবরাহ করতে পারবো।
ট্রাম্প বলেন, ইবোলা এবং মারবার্গ ভাইরাল সংক্রমণের জন্য চিকিৎসা হিসাবে গড়ে তোলা রিমাদেসিভিরও করনাভাইরাসের চিকিৎসার জন্য পর্যালোচনা করা হচ্ছে।
তবে, এফডিএ কমিশনার, ডাঃ স্টিফেন হ্যান বলেন এ দুটি ওষুধকে করনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত করার আগে তাদের বড় ধরনের পরীক্ষা করে দেখতে হবে।
হ্যান বলেন, কেউ যদি করোনভাইরাসে আক্রান্তের সংস্পর্শে এসে থাকে কিন্তু সুস্থ থাকে তাহলে তাঁর রক্তে ভাইরাস নেই। সম্ভাব্য চিকিৎসার জন্য আমরা ঐ সুস্থ ব্যক্তির রক্ত সংগ্রহ করতে পারবো। VOAbangla