যুক্তরাষ্ট্র ঢাকা থেকে তার নাগরিকদের ফিরিয়ে নিল
করোনাভাইরাস এর ভয়াবহতার আশঙ্কায় একটি স্পেশাল ফ্লাইট পাঠিয়ে কূটনীতিক, পরিবারের সদস্য, নাগরিকসহ ৩৫৬ জনকে ঢাকা থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকাতেই থাকছেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহনকারী কাতার এয়ারওয়েজের ভাড়া করা (চার্টার্ড) উড়োজাহাজটি সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্দেশ্য রওনা করে। দোহা হয়ে কাল তা ওয়াশিংটন পৌঁছাবে। দূতাবাসের এক ভিডিও ব্রিফিংয়ে রোববার গণমাধ্যমকে জানানো হয়- চার্টার্ড ফ্লাইটটি ঢাকা থেকে আমেরিকানদের বোঝাই করে নিয়ে যাচ্ছে। এতে একটি আসনও খালি নেই। করোনা আতঙ্কে নাগরিকদের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে স্টেট ডিপার্টমেন্ট সাময়িক এ পদক্ষেপ নিয়েছে। যে সব কূটনীতিক যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে জানিয়ে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে দূতাবাসের মূখপাত্র বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঢাকায় ফিরবেন। ব্রিফ্রিংয়ে এও বলা হয়, করোনা পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম সচল। আমেরিকান নাগরিকদের জন্য কসনুল্যার সেবা ২৪ ঘন্টাই খোলা। তবে পরিস্থিতির কারণে সাধারণের ভিসা সার্ভিস বন্ধ রয়েছে। VOAbangla