বাংলাদেশে চলতি মাসে ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলেছে:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, একই সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জন মারা যাওয়ায় দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৭ জনের। এছাড়া, গত তিন দিনে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে রাজধানী ঢাকায় একজন এবং ৭ জেলায় একজন করে মোট ৮ জন মারা গেছেন বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তবে এদের কারো করোনা ভাইরাসের পরীক্ষা না হওয়ায় মৃত্যুর সঠিক কারন জানা যায় নাই।