রোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা দেশে দলের চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রমে স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বাড়িয়েছে বিএনপ
রোববার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত ছিল।
“করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে।”