করোনা সংকটে আশার আলো হতে পারে “রেমদেশিভির”

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বুধবার জানান, পরীক্ষামূলক একটি ড্রাগ “REMDESIVIR” ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হতে পারেI তিনি বলেন, ভাইরাস দমনে তা সফল হতে পারেIপরীক্ষায় প্রমাণিত হয়েছে রোগীরা ১১দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন, যেখানে বর্তমানে অরোগ্যলাভে সময় লাগছে প্রায় ১৫দিনের মতোI

বিগত কয়েকটি মহামারী,যেমন SERS ও MERS ‘র ক্ষেত্রে এই ঔষধটি সফল বলে প্রমাণিত হয়েছিলI তবে এখনো এই ড্রাগটিকে বিশ্বের কোথায়ও অনুমোদন দেয়া হয়নিI

VOAbangla