‘কোয়ারেন্টাইনে পেছনের সময়ে ফিরে যাচ্ছি’
বিশ্বের বেশিরভাগ দেশে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর এর সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন ঘোষণা করেছে দেশগুলো। ‘লাভ স্টোরি’ ও ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ খ্যাত মার্কিন গায়িকা-গীতিকার টেইলর সুইফটও যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে চলছেন।
রান্না করে, ওয়াইন পান করে, সিনেমা দেখে ও পুরনো ক্ল্যাসিক গান শুনে লকডাউনের এই সময়গুলো পার করছেন তিনি। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, রান্না করতে পছন্দ করেন সুইফট।
‘আমি সারা সন্ধ্যা এক গ্লাস ওয়াইন পান করতে করতে ও পুরনো গান শুনতে শুনতে রান্না করতে পারি।’—বলেন সুইফট। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ফিমেল ফার্স্টের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
এর আগে তিনি সংবাদমাধ্যম সিরিয়াস এক্সএমকে জানিয়েছিলেন, তিনি এমন সব পুরনো চলচ্চিত্র দেখছেন, যা তিনি আগে দেখেননি। তিনি বলেন, ‘কোয়ারেন্টাইনে পেছনের সময়ে ফিরে যাচ্ছি এবং যেসব চলচ্চিত্র আগে দেখিনি সেগুলো দেখছি।’