পপসম্রাজ্ঞী ম্যাডোনা করোনা থেকে সেরে উঠেছেন
করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থ হওয়ার খবর জানিয়েছেন ৬১ বছর বয়সী ম্যাডোনা।
এর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ম্যাডোনা জানান, করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। যদিও তিনি তা টের পাননি!
নিজের ১৪তম অ্যালবাম ‘ম্যাডাম এক্স’-এর প্রচারণা হিসেবে গত ২২ ফেব্রুয়ারি রাতে প্যারিসে একটি শো করার পর ইনজুরির কথা জানিয়ে বাকি সব কনসার্ট বাতিল করেন ম্যাডোনা। এরপর তো করোনা ছড়িয়ে পড়ায় ফ্রান্স সরকার বড় আকারের জনসমাগম নিষিদ্ধই করে দেয়।
কয়েকদিন আগে আলোকচিত্রী স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে অংশ নেন ম্যাডোনা। তার বাড়িতেই ছিল এই আয়োজন। যদিও এজন্য তাকে সমালোচনা হজম করতে হয়েছে।
এদিকে করোনা রোগ থেকে নিরাময়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় ইউরোপীয় ইউনিয়নকে ১১ লাখ ডলার (৯ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা) অনুদান দিয়েছেন ম্যাডোনা। এছাড়া করোনার ওষুধ খুঁজতে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।
ইত্তেফাক