ব্যবসায়ী যুবকের সঙ্গে প্রেম করছেন শখ – বিয়ের গুঞ্জন!
শোবিজ তারকারা এই মহামারির সময়ে বিভিন্ন কাজ দিয়ে আলোচনায় আসছেন। তবে দীর্ঘদিন পর খবরের শিরোনামে এলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। তবে কোয়ারেন্টাইনের সময় নিয়ে নয়, বিয়ে খবরে আলোচনায় এলেন তিনি।
যদিও এখন পর্যন্ত শখ বিষয়টি নিশ্চিত করেননি। এমনকি যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না তাকে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অনেকদিন ধরেই এক ব্যবসায়ী যুবকের সঙ্গে প্রেম করছেন শখ। তার গলাতেই বিয়ের মালা দিয়েছেন তিনি।
এ বিষয়ে নিশ্চিত হতে শখের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেননি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।
তাই শখের কাছ থেকে কোনো প্রতিক্রিয়ার আগ পর্যন্ত গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে সংবাদটি।