অভিনেত্রী দীপিকা পাডুকোনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ
মুম্বাই ছায়াছবির জগতে মাদক সেবন ও মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে নারকোটিকস দপ্তর, ভারতের নাম করা অভিনেত্রী দীপিকা পাডুকোনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছেI তাঁর বিরুদ্ধে সমনে সাড়া দিয়ে, মিস পাডুকোনই প্রথমে মুম্বাইয়ের নারকোটিকস দপ্তরে আসেনI টিভি চ্যানেলে ভিডিও সম্প্রচারে, পরে ওপর দুই অভিনেত্রী, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকে দপ্তরে আসতে দেখা যায়I জিজ্ঞাসাবাদ সম্পর্কিত বিস্তারিত কিছু জানা যায় নিI
শীর্ষ ছবি নির্মাতা,করণ জোহার শুক্রবার এক বিবৃতিতে জানান, গত বছর তাঁর বাড়িতে মাদক সেবনের ঘটনা, অতিরঞ্জিত এবং ভিত্তিহীনI
Please follow and like us: