আমেরিকান জনগণকে মাস্ক পরার কথা বললেন জো বাইডেন
ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে অসুস্থ হবার খবর, এই মহামারীকে আরো গভীরভাবে নেবার প্রতি গুরুত্ব আরোপ করে। তিনি আমেরিকান জনগণকে ‘বেশি চালাক’ না ভেবে, মাস্ক পরার প্রয়োজনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন।
মিশিগানে নির্বাচনী প্রচারের সময় বাইডেন এই মন্তব্য করেন। তার দুবার পরীক্ষার পর ‘নেগেটিভ’ আসার পর তিনি ওই রাজ্য সফর করেন।
জো বাইডেন বলেন, এটা রাজনীতির কোনো বিষয় নয়, এটা আমাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য। রোগটিকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, এটি আপনা-আপনি চলে যাবে না।