ছুটির দিনের রূপ রুটিন
প্রতিদিনের ব্যস্ত রুটিনের চাপে রূপচর্চার জন্য সময় বের করাটা একটু কঠিনই বটে। তবে নিজেকে সুন্দর রাখার জন্য সপ্তাহের একটি দিনে কয়েক ঘণ্টা সময় বের করা খুব যে অসম্ভব তাও নয়। তাই সপ্তাহের শেষে চুল এবং ত্বকের যত্ন প্রয়োজন। যদি একদিন সময় করে যত্ন নেন, দেখবেন এক সপ্তাহের সব সমস্যা ওই একদিনের যত্নেই মিটে গেছে।