যেভাবে খুব সহজেই পরিষ্কার করবেন শোবার ঘর
ধুলোবালিতে অনেকেরই সমস্যা আছে। বিশেষত অ্যাজমা রোগীরা ভোগে বেশি। এদিকে শোবার ঘরে ধুলো বেশি থাকলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। প্রতিদিন ঘর পরিষ্কার করা হলেও শোবার ঘরে মনোযোগ ফেরানো প্রয়োজন। শোবার ঘরের আসবাবে বা কোনা কানায় বহু ছোট ছোট পোকা থাকে। সেগুলো চর্মরোগ বা এলার্জিরও কারণ হয়। শীত আর গরমে এরা কোনোভাবে টিকে থাকে। বিশেষত শীতে শোবার ঘর গরম থাকে বলে এদের দৌরাত্ন বাড়ে। তাই শোবার ঘর পরিষ্কারের দিকে মনোযোগ দিতে হবে।