সম্পর্ক ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিলেন নুসরাত
‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর ব্যস্ত রুটিন ছেড়ে ছুটি কাটাচ্ছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। সঙ্গী দুই কাছের মানুষ। স্বামী যশ দাশগুপ্ত ও বন্ধবী মিমি চক্রবর্তী। ঘরোয়া পার্টি বা আড্ডার আসর নয়। বৈঠকখানার টেলিভিশনে যশ-মিমির নাচের ভিডিও। দর্শকের আসনে নুসরাত। সেই ভিডিওর কয়েক মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছেন যশ-পত্নী।