করোনা আতঙ্ক: অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রবিবার থেকে আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন যুগান্তরকে জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০-৩০ শতাংশ।

অন্যদিকে ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সে দেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশের একটি, নভোএয়ারের ৫টি ও ইউএস-বাংলার ৫টি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে করোনার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।

Justnews