পহেলা মে যুক্তরাষ্ট্রের কার্যক্রম শুরু হলে আরো সংক্রমণের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ,ডাক্তার এন্থনি ফাউচি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছানুযায়ী পহেলা মে’তে যদি ব্যবসা বাণিজ্য ও পরিস্থিতি স্বাভাবিক করার দ্রুত পদক্ষেপ নেয়া হয়,তবে সংক্রমণের ঝুঁকি থাকবে আরো অতি মাত্রারI আগামী মাস নাগাদ কোনোভাবে প্রাত্যহিক কাজকর্ম কিছুটা শুরু করা যেতে পারে,তবে বিভিন্ন এলাকায় তা ভিন্নতর হবে i তিনি বলেন, এটাই সত্যি যে সাবধানতার পরেও বহু মানুষ সংক্রমিত হবেন i যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ৫,৬১,১০২ এবং মৃতের সংখ্যা প্রায় ২২০০০I

তবে তিনি আশা ব্যক্ত করেন,যে,৩রা নভেম্বর প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভোটাররা লাইন দাঁড়িয়েই ভোট দিতে পারবেনI এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী, জো বাইডেনের মুখোমুখি হতে পারেনI

VOAbangla