সোমবার থেকে যুক্তরাষ্ট্রে আংশিক কর্মকান্ড শুরু হচ্ছে
প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান, নিষেধাজ্ঞা পালনের মাঝেই যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে আগামী সপ্তাহ থেকে কিছু কিছু ব্যবসা তৎপরতা শুরু করা হবেI সোমবার টেক্সাস ও ভারমন্টে কাজকর্ম শুরু হবে সীমিত আকারে, আর মনটানা খুলবে শুক্রবারI কেন রকম ব্যাখ্যা না দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের টেস্টিং’র ফলাফল প্রতিদিনই ভালোর দিকে যাচ্ছেI তবে অন্যান্য রাজ্যের গভর্নররা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন,যে আরো সুফল না পাওয়া অব্দি তারা রাজ্যের কর্মকান্ড শুরু করছেন নাI
এছাড়াও তিনি বলেন চীন, জেনেশুনে যদি সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী থাকে, তবে এর জন্য চীনকে অবর্ণনীয় পরিনাম ভোগ করতে হবেI বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ১৩টি দেশের একটি গ্রূপ এর অর্থনৈতিক প্রভাব কমাতে আন্তর্জাতিক সহায়তার আওভান জানিয়েছেI
VOAbangla
Please follow and like us: