চীন সজ্ঞানে করোনা ভাইরাস মহামারির জন্য দায়ী থাকলে পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
সজ্ঞানে করোনা ভাইরাস মহামারির জন্য দায়ী থাকলে চীনকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের দৈনন্দিন ব্রিফিংয়ে তিনি বলেন, শুরু হওয়ার আগেই এটা চীনে থামানো যেত। কিন্তু তেমনটা হয়নি। এখন পুরো বিশ্ব এজন্য ভুগছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজারের বেশি। ভাইরাসটি নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত আকার ধারণ করেছে। ট্রাম্প আগ থেকেই ভাইরাসটিকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। এর সংক্রমণ রোধ করতে না পারায় চীনকে প্রতিনিয়ত দোষারোপ করছেন। সম্প্রতি চীনের বিরুদ্ধে ভাইরাসটি নিয়ে প্রকৃত তথ্য ধামাচাপা দেয়ার অভিযোগ আনল ট্রাম্প প্রশাসন।
VOAbangla