সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ থাকবে অভিবাসন প্রক্রিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে সংক্রমণের কারণে অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হচ্ছেI সোমবার সন্ধ্যায় টুইটার মারফত তিনি বলেন, এই মহামারীর হামলা অদৃশ্য এক শত্রূর কাছ থেকে পাওয়াI তিনি আরো বলেন আমেরিকান জনগণের চাকুরী রক্ষার এখন সময়I এ ব্যাপারে নির্বাহী আদেশ বলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানানI
মার্চ মাসে ট্রাম্প প্রশাসন মেক্সিকো ও কানাডার সীমান্ত দিয়ে প্রয়োজনীয় নয়, এমন সব ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেI এছাড়াও যেসব বিদেশী নাগরিক চীন, ইরান ও অন্যান্য ইউরোপীয় কয়েকটি দেশে ১৪দিনের বেশি অবস্থান করেছেন, যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়I VOAbangla
Please follow and like us: