দায়িত্বে থাকার ভানও করতে পারছে না ট্রাম্প প্রশাসন : ওবামা
করোনা মোকাবেলায় মার্কিন সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার ভিডিও কনফারেন্সে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্টা বারাক ওবামা এই সমালোচনা করেন।
ওবামা বলেন, দায়িত্বে থাকা অনেকে লোকজন জেনে বুঝে কাজ করছেন; এই মহামারিটি সেই ধারণার পর্দাকে পুরোপুরি ছিঁড়ে ফেলেছে । তারা এটাও জানেন যা যে কিভাবে দায়িত্ব পালনের ভান করতে হয়।
২০১৭ সালে প্রেসিডেন্ট পর ছাড়ার পর খুব কমই জনসম্মুখে উপস্থিত হন বারাক ওবামা। চীনে উৎপত্তি হলেও করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জন। মারা গেছেন ৯০ হাজার ১১৩ জন।
ইত্তেফাক
Please follow and like us: