আজারবাইজানের সেনারা দারুণ অগ্রসর হয়েছে: এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আজারবাইজানের সেনারা আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে দারুণ অগ্রসর হয়েছে। ইতিমধ্যে তারা অনেক এলাকা দখলমুক্ত করতে পেরেছে।
শুক্রবার তুরস্কের কোনিয়া প্রদেশে একটি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তবে এই সময়ে (আর্মেনিয়া) তাদের অপ্রত্যাশিত পরিণতির দিকে যেতে পারে। আমাদের ভ্রাতৃপ্রতীম আজারবাইজান তাদের অঞ্চল রক্ষার জন্য দুর্দান্ত অপারেশন শুরু করেছে। তুরস্ক আজারবাইজানের ভাইদের জন্য সব রকম উপায়ে হৃদয় উজার করে তাদের পক্ষে দাঁড়াবে।
এরদোগান বলেন, আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত আজারবাইজানের কারাবাখ অঞ্চলে লড়াই অব্যাহত থাকবে। তুরস্ক আজারবাইজানকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেবে।
Please follow and like us: