ট্রাম্পের অবর্তমানে কে নেবেন যুক্তরাষ্ট্রের দায়িত্ব?

মহামারি করোনার কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। দুজনেরই করোনা শনাক্ত হয়েছে ২ অক্টোবর শুক্রবার।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ট্রাম্প দম্পতি সুস্থ আছেন। তবে কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। সুস্থ হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকেই দায়িত্ব পালন করতে পারবেন তিনি। তবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ট্রাম্পের পরিবর্তে কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, এ নিয়ে চলছে আলোচনা।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ট্রাম্প দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে সেখানেও সমস্যা। কারণ ইতিমধ্যে ট্রাম্পের সংস্পর্শে এসেছেন পেন্সও। ২৮ সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। ফলে তিনিও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে। সূত্র : দ্য গার্ডিয়ান।