পুতিনের জম্মদিনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের জম্মদিনে সিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার ব্যারেন্টস সাগরে এর সফল পরীক্ষা চালানো হয় বলে দেশটি দাবি করে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

মস্কোর সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ৭ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ৬৮তম জম্মদিন পালন করা হয়েছে। এই দিনই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।
এক ভিডিও বার্তায় দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, মঙ্গলবার উত্তর রাশিয়ার শ্বেত সাগরে অবস্থিত অ্যাডমিরাল গোরস্কভ জাহাজে এটি বহন করা হয়েছিল।

বুধবার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর রাশিয়ার সেনাবাহিনীর প্রশংসা করেন পুতিন।

তিনি বলেন, এটি শুধুমাত্র সশস্ত্র বাহিনী জীবনে বড় ঘটনা নয়, এটি সম্পূর্ণ রাশিয়া এবং পুরো দেশের জন্য।