করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রান্সে কারফিউ জারি

করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও পার্শ্ববর্তী এলাকাসহ ৮টি বড় শহরে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়েছে। এটি পরবর্তীতে আরও ২ সপ্তাহ বাড়ানো হবে।

কারফিউ চলাকালীন বিশেষ কারণ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। কারফিউ চলাকালীন অবস্থায় প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় দেড় হাজার ইউরো এবং একাধিকবার আইন ভঙ্গ করলে ছয় মাসের জেল; সেই সাথে তিন হাজার সাতশ’ পঞ্চাশ ইউরো জরিমানা গুনতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারাল্ড ডারমেনিন বলেন, কারফিউ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট শহরগুলোতে ১২ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ কাজ করবে।