প্রেসিডেন্ট জো বাইডেনর সাংবাদিক সম্মেলনে বহু প্রশ্ন……….
প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন, ৬৫টি দিন অতিবাহিত করেছেনI রক্ষণশীল সমালোচকেরা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়া, বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট বাইডেন, হয়তোবা এই কাজের জন্য উপযুক্ত ননI দৃশ্যতঃ সেই ধারণা প্রত্যাখ্যান করতেই আয়োজিত হয়েছিল এই সাংবাদিক সম্মেলনেরI
প্রেসিডেন্ট বাইডেন সংক্ষিপ্ত ভাষণ শেষে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেনI তাঁকে প্রশ্ন করা বেশির ভাগ প্রশ্নই ছিল, অভিবাসন প্রসঙ্গে, বিশেষ করে সীমান্তে শিশুদের প্রতি সরকারের আচরণ সম্পর্কিতI
প্রেসিডেন্টকে আগামী নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা জিজ্ঞাসা করা হলে, তিনি ২০২৪ সালে পূনর্নির্বাচনে দাঁড়াবেন বলে জানানI রিপাব্লিকানদের ভোটিং নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই ধারণা আমেরিকান সুলভ নয়, এটি এক ভ্রান্ত ধারণাI
সেনেটে ‘ফিলিবাস্টার’ বা বিলম্বিত করার কৌশল নীতি সম্পর্কে প্রেসিডেন্ট, পরিতাপ করে বলেন, যে সেনেটে এই নীতি এক অন্তরায় এবং সেনেটররা যাকে ব্যাপকভাবে অপব্যবহার করেছেI
VOA Bangla