নিউইয়র্কে ফোবানা ওয়াশিংটন ডিসি ২০২১-এর ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত

আগামি ৩, ৪, ৫ সেপ্টেম্বর ৩৫তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ১০ জুলাই নিউইয়র্কের জামাইকা হালাল ডায়না পার্টি হলে আনন্দঘন পরিবেশে ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, তিনি আসন্ন ফোবানা সম্মেলনকে সফল করতে প্রবাসীদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে এছাড়া আরো বক্তব্য রাখেন ফোবানার হোস্ট কমিটির কনভেনর ও সাপ্তাহিক বাংলাদেশী পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক শরাফত হোসেন বাবু, মেম্বার সেক্রেটারি কবিরুল ইসলাম, চিফ পেট্রন জসীম উদ্দিন ভ‚ইয়া, ফোবানা স্টিয়ারিং কমিটি ভাইস চেয়ারম্যান মো. মোহাম্মদ আলী ইমাম সিকদার, ফোবানা স্টিয়ারিং কমিটি নির্বাহী সচিব কাজী সাকাওয়াত হোসেন আজম, ফোবানা ২০১৯ এর আহ্বায়ক
ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহনেয়াজ, ফোবানার স্টিয়ারিং কমিটির ট্রেজারার নিশান রহিম, স্টিয়ারিং কমিটির সদস্য ওয়াহিদ কাজী এলিন, স্টিয়ারিং কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরী, লেবার ইউনিয়ন লিডার (অ্যাসাল) সভাপতি মাফ মেজবা উদ্দিন, আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিখ্যাত সঙ্গীত শিল্পী রেজিয়া পারভিন, মূলধারার রাজনীতিবিদ মো. মোর্শেদ আলম, বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল, প্যাসিফিক গ্রæপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ খালিক, হোস্ট কমিটির চিফ কনসালটেন্ট তোফায়েল আহমেদ,
হোস্ট কমিটির কো-কনভেনর সুলতানা আহমেদ, সাংস্কৃতিক সিনিয়র কো-চেয়ার রানু নেওয়াজ, সাংস্কৃতিক কো-চেয়ার রবিউল আলম, হোস্ট কমিটির রেজিস্ট্রেশন চেয়ারম্যান সরোয়ার মিয়া, সমন্বয়কারী মরিয়ম হুসেন, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি জামান, সাবেক সেক্রেটারি গ্রেটার কুমিল্লা সমিতি মোহাম্মদ দুলাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলমগীর মৃধা, সুলতানা খানম, শাহাদাত হুসেন রাজু, মিসেস সোনিয়া প্রমুখ।
এবারের ফোবানায় ভিন্ন এক আয়োজন নিয়ে প্রস্তুত ‘স্বদেশ’, যা একেবারে নতুন আঙ্গিকে তাক লাগিয়ে দেবে সকলকে। কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, প্রবীণ-তরুন, জ্ঞানী-গুনিদের সমন্বয়ে এবারের ফোবানা হবে আকর্ষণীয়। বাংলাদেশী আমেরিকানদের সবচেয়ে বড় প্লাটফর্ম ফোবানাকে ঘিরে চলছে ব্যাপক কর্মব্যস্ততা। শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সেল। একের পর এক গন্যমান্য ব্যক্তি, শিল্পী, রাজনীতিবদ ও মেধাবী ব্যক্তিরা যুক্ত হচ্ছেন এবারের ফোবানায়। বিভেদ ভুলে সকলকে ফোবানা সম্মেলনে যোদানের জন্য আহŸান জানিয়েছেন কনভেনর শরাফত হোসেন বাবু ও মেম্বার সেক্রেটারি কবিরুল ইসলাম।