কাগজপত্রহীনদের ওয়ার্ক পারমিট প্রদানের প্রস্তাবসহ ১.৭ ট্রিলিয়ন ডলারের বিল্ড ব্যাক বেটার এক্ট হাউজে পাশ
বিশেষ রিপোর্ট: অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এ ২২০-২১৩ ভোটে পাশ হয়েছে প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবিত ১.৭ ট্রিলিয়ন ডলারের বিল্ড ব্যাক বেটার এক্ট। ২৫০০ পৃষ্ঠা সম্বলিত উক্ত বিলে সমাজসেবামূলক অনেকগুলো প্রস্তাবনার পাশাপাশি ইমিগ্রেশন বিষয়ক একটি পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ২০১১ সালের পুর্বে যুক্তরাষ্ট্রে আগমনকারী কাগজপত্রহীন বাসিন্দাদের প্যারল প্রক্রিয়ার আওতায় প্রথমে ৫ বছরের কাজের অনুমতি ও পরে তা আরো ৫ বছর বর্ধিত করা যেতে পারে। এ প্রক্রিয়ায় প্রায় ৬.৫ মিলিয়ন বৈধ বসবাসের কাগজপত্রহীন বাসিন্দারা কাজের অনুমতি পেতে পারেন। তবে সরাসরি গ্রীনকার্ড প্রদানের সুযাগ না থাকলেও ওয়ার্ক পারমিট প্রাপ্তদের অনেকে পরবর্তীতে ভিন্ন উপায়ে প্রথমে গ্রীন কার্ড ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের সুযােগও পেতে পারেন। প্যারল প্রক্রিয়ায় ওয়ার্ক পারমিট প্রাপ্তরা ইমিগ্রেশান দপ্তরের পুর্ব অনুমতিসাপেক্ষ যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়া আসা। করার সুযােগ পেয়ে থাকেন। হাউজে পাশ হওয়া বিলটি এখন যুক্তরই সিনেটে পাঠানাে হবে এবং সেখানে হবহু একই বিল পাশ হলে তা প্রেসিডেন্টের কাছে পাঠানাে হবে স্বাক্ষরের জন্য। যদি ইমিগ্রেশ্যান প্রস্তাবনার ব্যাপারে আপত্তি উঠে তাহলে সেটি আর সিনেট বিলে থাকবেনা।