যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
বাংলাদেশী ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের মূল্য আরও বৃদ্ধি পেয়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে, ইউক্রেইনের যুদ্ধের কারণে অপরিশোধিত তেল ও অন্যান্য দ্রব্যের মূল্য আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি আরও বাড়বে।
গতকাল ১০ মার্চ মার্কিন শ্রমবিভাগ জানায়, ভোক্তা মূল্য সূচক তথা সিপিআই গত জানুয়ারিতে শূন্য দশমিক ৬ শতাংশ বাড়ার পর ফেব্রæয়ারিতে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। যা ১৯৮২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।
মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নির্ধারিত ২ দশমিক শূন্য শতাংশ লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। এর রাশ টেনে ধরতে কেন্দ্রীয় ব্যাংক আগামী বুধবার থেকে সুদের হার বাড়ানো শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।