এবার করোনায় মারা গেলেন ইরানের এমপি
এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য। তার নাম মোহাম্মদ আলী রামাযানী দস্তক।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে হাসপাতালে মারা যান এই সংসদ সদস্য।
মোহাম্মদ আলী রামাযানী সম্প্রতি আস্তানা আশরাফীহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নতুন করোনা ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন।
তবে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, করোনা ভাইরাসে সেখানে কমপক্ষে ২১০ জন মারা গেছেন।
নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
Please follow and like us: