যুক্তরাজ্যে একদিনে ৯৮০ জনের মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জনে দাঁড়ালো।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৫৮ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিমুহূর্তে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

ইত্তেফাক