যুক্তরাজ্যে একদিনে ৯৮০ জনের মৃত্যুর রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জনে দাঁড়ালো।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, হাসপাতালগুলোতে আরও ৯৮০ জন রোগী মারা গেছেন।
দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৫৮ জন।
এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিমুহূর্তে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
ইত্তেফাক