নিউইয়র্কে করোনায় বিপর্যস্ত কমিউনিটির পাশে বাংলাদেশি ব্যবসায়ীরা

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে বিপর্যস্ত মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তারা। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরাও এই দুঃসময়ে ত্রাণ হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশি ব্যবসায়ীদের।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ নিউইয়র্ক, নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব, নর্থবেঙ্গল ফাউন্ডেশন ইন্ক, ফাউমা ইনোভেটিভ কনসালটেন্সি গ্রুপ, আলী চয়েজ এনার্জি, বারী হোম কেয়ার, ইমিগ্র্যান্ট হোম কেয়ার এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের সর্ববৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্স যৌথভাবে ত্রাণসামগ্রী বিতরণ করে। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, বাংলাদেশি কমিউনিটি সবসময় একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়, তারা সাহায্যের হাত বাড়ায়। করোনাভাইরাসের কারণে মানুষ যখন বিপর্যস্ত ও বিপদগ্রস্ত তখনই তারা কমিউনিটির জন্য কাজ করছে। এটা সত্যিই প্রশংসনীয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ব্যবসায়ী নেতা ফাহাদ সোলায়মান, মোহাম্মদ আলম নমি, কামরুজ্জামান বাচ্চু, শাহ জে চৌধুরী প্রমুখ।