মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবার জন্য অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট : জো বাইডেন

অনুমান করা হচ্ছে আজ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যেখানে অভিবাসীদের স্থায়ী নাগরিকত্ব প্রদান ৬০ দিনের জন্য স্থগিত করা হবে। তিনি সংবাদদাতাদের বলেন এর লক্ষ্য হচ্ছে দেশটি যখন করোনাভাইরাস সংক্রমণ থেকে বেরিয়ে আসছে তখন সবার আগে চাকরি প্রার্থীদের সারিতে বেকার আমেরিকানদের স্থান দেয়া। তিনি আরো বলেন, এর ফলে আমেরিকান নাগরিকদের জন্য চিকিৎসার গুরুত্বপূর্ণ উৎসগুলো সংরক্ষণ করা সম্ভব হবে। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, যারা কেবল চাকরি ভিত্তিক গ্রীন কার্ড চাইবে তাদের জন্যই এটা প্রযোজ্য হবে, যাদের আবেদন আমেরিকান নাগরিকদের সুত্র ধরে করা তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

ট্রাম্প আরো বলেছেন যে, এই আদেশ ‍কৃষি ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। কৃষিক্ষেত্র হাজার হাজার অভিবাসী শ্রমিকদের উপর নির্ভর করে। ডেমক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন অন্যান্যদের মতো ট্রাম্পের এই আদেশের সমালোচনা করেছেন। বাইডেন বলছেন যে, ট্রাম্প করোনাভাইরাস মোকাবিলায় খুব ধীরে এগিয়েছেন এবং মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবার জন্য অভিবাসীদের বিরুদ্ধে উস্কানিমূলক বাগাড়ম্বরপূর্ণ টুইট করে যাচ্ছেন।