আগুনে আত্মাহুতি দিলেন রাশিয়ার সাংবাদিক ইরিনা স্লাভিনা

রাশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম, কোজা প্রেসের সম্পাদক, ইরিনা স্লাভিনা তাঁর বাড়িতে সরকারি কর্মকর্তারাদের তল্লাশি চালানোর প্রতিবাদে ২রা অক্টোবর, মধ্য রাশিয়ার শহর,নিজনি নোভগোৱাদ শহরের পুলিশ সদর দপ্তরের বাইরে দেহে অগ্নি সংযোগ করে আত্মাহুতি দিয়েছেন।

মৃত্যুর কয়েক ঘন্টা আগে ৪৭ বছর বয়সী, সাংবাদিক স্লাভিনা, ফেইসবুক পোস্টে লিখেছিলেন “আমার মৃত্যুর মধ্যে দিয়ে আমি আপনাদের, রুশ ফেডারেশনকে দোষারোপ করতে আবেদন জানাচ্ছি” ।

সাংবাদিক স্লাভিনা, সরকার বিরোধী প্রতিবাদ-আন্দোলন, স্থানীয় এলাকার ঘটনা-প্রবাহ প্রকাশ করা সহ, ২০১৫ সালে নিহত হওয়া, রুশ বিরোধী নেতা, বরিস নেমৎসভ’র স্মরণে প্রতিবাদ মিছিল আয়োজনে ভূমিকা রাখবার জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।