ক্রিষ্টমাসের আগে আফগানিস্তানে যুদ্ধরত সেনাদের ফিরিয়ে আনা হবে

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার মারফত, ২৫শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে পুরো সেনা প্রত্যাহারের কথা ব্যক্ত করলে, পেন্টাগন থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। টুইটার মারফত তিনি জানান “এই ক্রিস্টমাসের আগে আমরা আফগানিস্তানে অবস্থানরত ছোট আকারের মহিলা ও পুরুষ সেনা সদস্যদের ঘরে ফিরিয়ে আনবো” ।

প্রতিরক্ষামন্ত্রী, মার্ক এসপার ও জয়েন্ট চিফস অফ স্টাফসের চেয়ারম্যান, জেনারেল মার্ক মাইলি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সম্পৃক্ততাকে হাস্যস্পদ, সীমাহীন নির্বোধ এক বিদেশী যুদ্ধ বলে উল্লেখ করেন।

তাঁর সেনা প্রত্যাহার বাস্তবায়িত হলে প্রেসিডেন্ট ট্রাম্প,তাঁর নির্বাচনী ওয়াদা পূরণ করবেন।