যুক্তরাষ্ট্র ২০২১ সালের জানুয়ারিতে ভ্যাকসিন পেতে পারে
প্রেসিডেন্ট ট্রাম্প, আগামী মাসেই ভ্যাকসিনের লভ্যতা দাবি করলেও, তাঁর প্রশাসনের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, ২০২১ সালের জানুয়ারী নাগাদ ভ্যাকসিনের সরবরাহ পেতে শুরু করবে। দেশের বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং উভয় দলের আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, আসন্ন শীতের মওসুমে ভাইরাসের বর্ধিত সংক্রমণ মোকাবেলায়,যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ভাবে প্রস্তুত নয়।
সংক্রমণ মোকাবেলার দায়িত্বে নিয়োজিত, হেলথ এন্ড হিউমান সার্ভিসের সহকারী সচিব, ড: রবার্ট কাদলেক বলেছেন, প্রশাসন ২০২১ সালের জানুয়ারী নাগাদ নিরাপদ ও কার্যকরী একটি ভ্যাকসিন পেতে, উৎপাদন ত্বরান্বিত করেছে।