দুই মিডিয়ার বিরুদ্ধে বলিউড প্রযোজকদের মামলা, সম্মতি সালমান-শাহরুখদের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্তের সর্বশেষ ফলোআপ রিপোর্ট নিয়ে কিছু নির্দিষ্ট মিডিয়া হাউস দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন করেছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা করেছে বলিউডের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতারা। এতে একত্বটা ঘোষণা করেছেন আমির খান, শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, করণ জোহর, আদিত্য চোপড়া এবং ফারহান আক্তারসহ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই।
ওই মামলায় দেশটির রিপাবলিক টিভি চ্যানেল এবং চ্যানেলটির অর্ণব গোস্বামী ও প্রদীপ ভাণ্ডারীকে আসামী করা হয়েছে। সেই সঙ্গে মামলায় আরও আসামি করা হয়েছে টাইমস নাউ মিডিয়া হাউজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাহুল শিভশঙ্কর ও নাভিকা কুমারকে।
চলচ্চিত্র নির্মাতাদের দাবি, ওই মিডিয়া হাউজগুলো যে শব্দ ব্যবহার করে প্রতিবেদন করেছে তা বলিউডের জন্য সত্যি অবমাননাকর। তাদের অভিযোগ, বিগত কয়েকমাস ধরে মিডিয়াগুলো নোংরা, ময়লা ও মাতালের মতো শব্দচয়ন করেছে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান
তারা আরও অভিযোগ করেন, ‘এটি সেই নোংরা বলিউড যাকে পরিষ্কার করার প্রয়োজন রয়েছে’ এমন উত্তেজনামূলক কথা বলা হয়েছে মিডিয়াগুলোর দ্বারা। আরও বলা হয়েছে, এটিই দেশের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা।