অ্যাসাল-এর ১৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশী ডেস্ক : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান লেবার তথা অ্যাসাল-এর ১৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর নিউইয়র্কের ফ্লাশিংয়ে অবস্থিত শেরাটন হোটেলের মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আসালের প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি মাফ মিসবাউদ্দিন সরাসরি উপস্থিত না হতে পারায় সাধারণ সম্পাদক করিম চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেছেন নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। সম্মেলনে বক্তব্য দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, ক্যারলিন মেলনি, ইভেটি ডি ক্লার্ক, কংগ্রেসম্যান ম্যাক্স রোস ও নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমার। সম্মেলনে আরও বক্তব্য দেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, শাহানা হানিফ, কুইন্স সিভিল কোর্টের বিচারপতি বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, স্টেট সিনেটর জেসিকা রামোস ও জ্যাকসন হাইটস থেকে নির্বাচিত কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, অ্যাসাল ইউএস ক্যাপিটাল চেপ্টারের প্রেসিডেন্ট শরাফত হোসেন বাবু, ডা. আনোয়ার করিম, আরিফ আহমেদ আশরাফ, আসিফ রহমান মুকিত, সুলতানা রহমান, জসীম উদ্দিন ভ‚ইয়া, আলবাব হোসেন সোহাগ, সেলিম রেজা প্রমুখ। সমাপনী বক্তব্য দেন আসালের ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারি মুক্তিযোদ্ধা মুজিবুল হক।